|
---|
সেখ সামসুদ্দিন :আজ থেকে ঠিক ২ বছর আগে আজকের দিনে বাড়ি থেকে ১কিমি দুরে মুখোমুখি বাইক দূর্ঘটনায় প্রাণ হারান ২ ব্যক্তি। তাদের মধ্যে একজন পল্লীমঙ্গল সমিতি পুজো কমিটির কার্যকর্তা বুদ্ধদেব চক্রবর্তী। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পাল্লারোড পল্লীমঙ্গল সমিতির তরফে তার স্মৃতিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় সমিতি প্রাঙ্গণে। আম, কাঠবাদাম ও নারকেল গাছ রোপণ করা হয় এদিন। গাছ গুলি বাঁচিয়ে রেখে তার স্মৃতি ধরে রাখাই এই বৃক্ষরোপণের উদ্দেশ্য বলে জানান পল্লীমঙ্গল সম্পাদক সন্দীপন সরকার।