পোড়াবাজার আর ডি এম ইউ বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প

মহঃ মুস্তাকিম মন্ডল : গতকাল মান্দড়া গ্রাম পঞ্চায়েতের পরিচলনায় পোড়া বাজার রামদুলালী মুখার্জী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়ে গেল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত দুয়ারে সরকার ক্যাম্প।সাময়িক বন্ধ থাকার পর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আবার শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প।তারই পরিপ্রেক্ষিতে ২৫শে জুলাই মান্দড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোড়াবাজার আর ডি এম ইউ বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। উক্ত দিনে ব্লক স্তরের বিভিন্ন আধিকারিকরা,স্থানীয় প্রধান ইলিয়াস মন্ডল মহাশয় ও বিভিন্ন বুথের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত আধিকারিকদের তত্ত্বাবধানে বিভিন্ন জায়গা থেকে আগত বহু মানুষের সমস্যাজনিত কার্যাবলীর সমাধান ও পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে তাদের সঠিকভাবে অবগত করানো হয়। উল্লেখ্য চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে “দুয়ারে সরকার” শিবিরের কথা ঘোষণা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।খাদ্যসাথী,স্বাস্থ্যসাথী,জাতিগত শংসাপত্র দান,শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐকশ্রী, জয়জহর, ১০০দিনের কাজ সহ মোট ১০টি প্রকল্প সম্পর্কে অভাব- অভিযোগ শুনতে গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।