পরবর্তী শুনানিতে মামলাকারী দিলীপ ঘোষ গড়হাজির হলে অভিযোগ থেকে মুক্ত হবেন ইমাম মহম্মদ ইয়াহিয়া

মোল্লা জসিমউদ্দিন : আগামী ২৫ আগস্ট কলকাতার সিটি সেশন কোর্টের ২০ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর এজলাসে মামলাকারী তথা সাংসদ দিলীপ ঘোষ না এলে মানহানি মামলায় অভিযুক্ত ইমাম মহম্মদ ইয়াহিয়া অভিযোগ থেকে মুক্তি পাবেন। গত মঙ্গলবার সিটি সেশন কোর্টের পক্ষে এইরকম জানানো হয়েছে বলে জানিয়েছেন অভিযুক্তের আইনজীবী অলোক কুমার দাস মহাশয়।  কড়া নির্দেশ সত্বেও মামলাকারী দিলীপ ঘোষ এজলাসে হাজির হচ্ছেন না বলে আদালতের এহেন অবস্থান। গত ৫ জুলাই দিলীপ ঘোষ কে সশরীর হাজিরার এসে শোকজের জবাব দেওয়ার নির্দেশিকা ছিল।গত মঙ্গলবার সিটি সেশন কোর্টে গড়হাজির ছিলেন দিলীপ বাবু।তবে তাঁর আইনজীবী পিটিশন দাখিল করেছিলেন।এই পিটিশনের কড়া বিরোধিতা করে থাকেন অভিযুক্ত ইমাম মহম্মদ ইয়াহিয়ার আইনজীবী অলোক কুমার দাস। কলকাতার সিটি সেশন কোর্টে ২০ নং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে  চলছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দায়ের করা মানহানি মামলা। এই মামলায় অভিযুক্ত বেঙ্গল ইমাম এসোসিয়েশনের পদাধিকারী মহম্মদ ইয়ারিয়া।এর আগে  ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। গত ০৭/০৮/২০ তারিখে কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই ইমাম সাহেব বলেছিলেন ‘ মুসলিমদের বিজেপি কে ভোট দেওয়া ঠিক নয়’ বলে সওয়াল করেছিলেন।এহেন মন্তব্যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্প্রতি সিটি সেশন কোর্টে ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন। জামিনপ্রাপ্ত ইমাম সাহেবের আইনজীবীদের মধ্যে অন্যতম আইনজীবী অলোক কুমার দাস রয়েছেন। শাসকদল তৃণমূল ঘনিষ্ঠ মহম্মদ ইয়ারিয়ার নামে এই ইমাম সাহেব ‘মুসলিমদের উচিত নয় বিজেপি কে ভোট দেওয়া’  বলে মন্তব্য করেছিলেন। এতে মানহানি মামলা দাখিল করেছিলেন দিলীপ ঘোষ। বারবার তলব করা সত্ত্বেও আদালতে না আসায় শোকজ করা হয়েছিল।গত মঙ্গলবার সংশ্লিষ্ট আদালতের তরফে এই মামলার পরবর্তী শুনানি রাখা হয়েছে আগামী ২৫ আগস্ট। ওইদিন না মামলাকারী দিলীপ ঘোষ না এলে অভিযোগ থেকে মুক্তি পাবেন ইমাম মহম্মদ ইয়াহিয়া বলে আদালত জানিয়েছে।