পশ্চিম বর্ধমানের নিমশায় তৃণমূলের উদ্যোগে স্বাধীনতার হীরক জয়ন্তী পালন

স্টাফ রিপোর্টারঃ পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার নিমশায় ব্লক তৃণমূল ক্ষেত মজদুর সভাপতি লাল্টু কাজীর উদ্যোগে পালিত হয় স্বাধীনতার ৭৫ তম দিবস। অনুষ্ঠানে পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনাসভার মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়। পতাকা উত্তোলন করেন তৃণমূল কংগ্রেস নেতা লাল্টু কাজী। স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন আন্দোলনে যুক্ত ব্যক্তিবর্গের প্রতিকৃতিতে মাল্যদান করেন লাল্টু কাজী, সেখ হাসিবুল, সেখ লালন, সেখ বিজয়, সেখ জিয়াউরুদ্দিন, বিকি কাজী প্রমুখ।
মাল্যদান পর্বের পর বক্তব্য রাখেন জনপ্রিয় তৃণমূল নেতা লাল্টু কাজী। তিনি বলেন বহু শহিদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি । বহু আত্মত্যাগ আছে এই মহান মুক্তিযুদ্ধে। আমরা আজ যারা সুখের স্বাধীনতা ভোগ করে চলেছি, তাদের একথা ভুলে গেলে চলবে না। তিনি বলেন, নিমশায় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতি চেতনা সম্পন্ন মানুষ বাস করেন। তৃণমূল নেতা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা আজ এই অনুষ্ঠানে সমবেত হয়েছি। উপস্থিত কর্মী সমর্থকদের তিনি ধন্যবাদ জানান। এই অনুষ্ঠানকে ঘিরে ছিল মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে অনুষ্ঠান উৎসবের আকার ধারণ করে। উল্লেখ্য, সরকারীভাবে ৭৫ তম স্বাধীনতা দিবস কে অমৃত মহোৎসব নামে পালন করা হচ্ছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিকি কাজী ।