|
---|
নতুন গতি নিউজ ডেস্ক। ২০১৯ সালের জানুয়ারি মাসে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতরত্ন সম্মানে সম্মানিত হওয়ার জন্যে মনোনীত হন। ৮ ই আগস্ট ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মহাশয়ের থেকে ভারতের সর্বোচ্চ সম্মান পাবেন তার ঘোষণা করা হয় গত মাসের ২৮ তারিখ। তারপর থেকেই আরও একজন বাঙালি হিসাবে এমন সম্মানের অধিকারী হওয়ার সময় গোনা শুরু হয়।
প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন উপাধি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি ১৯৬২ সালে পেয়েছিলেন ভারতরত্ন সম্মান। ডাক্তার বিধান চন্দ্র রায় পেশায় একজন ডাক্তার হলেও তাঁর অবদান ছিল শিক্ষা, সমাজসেবা এবং রাজনীতিতে অপরিসীম। তাইতো তিনি পশ্চিমবঙ্গের রূপকার হিসাবে অভিহিত। দ্বিতীয় বাঙালি হিসাবে ভারতরত্ন সম্মান পেয়েছিলেন সত্যজিৎ রায় ১৯৯২ সালে। ১৯৯৯ সালে আরো দুই বাঙ্গালী নোবেল পুরস্কার প্রাপ্ত অমর্ত্য সেন এবং পন্ডিত রবি শংকর এই সম্মানে ভূষিত হন। আর এবার ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আরও একজন বাঙালী হিসাবে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নের অধিকারী হলেন আজ ২০১৯ সালে।