মেদিনীপুরে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবসে প্রার্থনা সভা

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: শনিবার জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রার্থনা সভা। এদিন সকালে পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচি উপলক্ষ্যে গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার সহ উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠ করে শোনান বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা।

     

     

    অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, অলক দত্ত,আলোকবরণ মাইতি,সংঘমিত্রা দাস প্রমুখ। এদিনের অনুষ্ঠান মুখ্য আলোচক হিসেবে কবি নির্মাল্য মুখোপাধ্যায় বক্তব্য রাখেন। পাশাপাশি আলোচনায় অংশ নেন সমাজকর্মী ও লেখিকা রোশেনারা খান এবং কবি নিসর্গ নির্যাস মাহাতো। অনুষ্ঠান চলাকালীন ক্যানভাসে গান্ধীর ছবি আঁকেন বিশিষ্ট শিল্পী প্রশান্ত খাটুয়া, সমবেত আবৃত্তিতে অংশ নেন সুতনুকা মাইতি, চিত্তরঞ্জন দাস, শুভদীপ বসু মৈথিলী ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে মাউথ অর্গান বাজান মনোরঞ্জন দে মোদক। পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতত্ত্ববিদ্ মহম্মদ ইয়াসিন পাঠান, প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, নৃত্যশিল্পী ঈশিতা চট্টোপাধ্যায়,শেষাদ্রী মিশ্র,রিয়া সেনগুপ্ত,অন্তরা সরকার, শিক্ষক অরিন্দম দাস, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সমাজসেবী রীতা বেরা, দীপান্বিতা সেন খানসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রণব চক্রবর্তী। অনুষ্ঠানে গান্ধীর চরকা সহ উপস্থিত ছিল শেষাদ্রী ডান্স একাডেমীর শিক্ষার্থীরা। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার।