|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: একুশে জুলাই উপলক্ষে দিকে দিকে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একুশে জুলাই উপলক্ষে করা হচ্ছে দেয়াল লিখন ও প্রস্তুতি সভা। এদিন বাসুল ডাঙ্গা অঞ্চল তৃনমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এবং ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারীর উদ্যোগে ২১ শে জুলাই এর প্রস্তুতি সভা প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠিত হলো পঞ্চগ্রাম একটি বেসরকারি হলে। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্তকর্মাধ্যক্ষ ও ডায়মন্ড হারবার ১নম্বর ব্লকের যুব সভাপতি গৌতম অধিকারী,জেলা পরিষদের সদস্যা শাহানা মল্লিক,পঞ্চায়েত সমিতির সভাপতি পম্পা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ড: ইয়ার নবী গায়েন, কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক, বিশিষ্ঠ শিক্ষক নেতা শশাঙ্ক শেখর পুরকাইত,অঞ্চল প্রধান আল্পনা হালদার, অঞ্চল যুব সভাপতি মেহবুব রহমান মোল্লা,অঞ্চলের সকল সদস্য ও সদস্যা সহ আরও অন্যান্য তৃনমূল কর্মী সমর্থক। এদিনের সভায় সকল দলীয় কর্মী সমর্থকদের একত্রিত থাকার বার্তা দেন যুব সভাপতি গৌতম অধিকারী ।
তিনি বলেন সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আজ আমরা অঞ্চলের সকল দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বেসরকারি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সাংসদ অভিষেক বন্দোপাধ্যায় এই বাসুল ডাঙ্গা অঞ্চলে কি কি উন্নয়ন করেছে এবং অন্যান্য কি কি উন্নয়ন করতে চাইছে সেগুলো তিনি তুলে ধরেন। সেই সঙ্গে একুশে জুলাই এর সভাতে যাওয়ার জন্য আবেদন জানান সকলকে।