|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: রায়দিঘীতে মথুরাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ‘দিদিকে বলো’ বার্তা পৌছে দিতে একটি সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে এই বার্তা প্রত্যন্ত এলাকায় পৌছে দেওয়ার ব্যবস্থা করেন তারা। উল্লেখ্য মথুরাপুর ২ এর বেশ কিছু অংশ প্রত্যন্ত সুন্দরবন এলাকার মধ্যে পড়ে সেই এলাকার মানুষজন যাতে দিদির এই মহতী উদ্যোগের লাভ পেতে পারে তার জন্যই এই উদ্যোগ বলে জানা যাচ্ছে। মথুরাপুর ২নং ব্লক তৃনমূল কংগ্রেস কেন্দ্রীয় পার্টি অফিসে মথুরাপুর ২নং ব্লকের পরিচালনায় বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা,অঞ্চল সভাপতি সমস্ত ব্লক নেতৃত্বরা আসেন এই সভায়। ২৯ তারিখ দিদিকে বলো যে উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগ নিয়ে আলাপ আলোচনা করা হয়। এবং উপস্থিত ব্যক্তিদের মধ্যে দিদিকে বলো লেখা টি শার্ট ও প্লাকার্ড তুলে দেওয়া হয়। সভা সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথুরাপুর ২নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অলোক জলদাতা জানান “দিদির নির্দেশ অনুযায়ী যে ধরণের কর্মপরিকল্পনা আমাদের দিয়েছেন সেই নির্দেশ গ্রাম গঞ্জে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এই সভা, গ্রামের সাধারণ মানুষরা এই উদ্যোগর কথা জেনে খুবই আনন্দিত।”