|
---|
লুতুব আলি, নতুন গতি, ২৪ জুলাই : সর্বভারতীয় সংস্থা প্রগতি লেখক সংঘের উত্তর ২৪ পরগনার খড়দহ শাখার পক্ষ থেকে বর্ণাঢ্য রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি শশাঙ্ক দাস। প্রাক কথনে সংস্থার খড়দহ শাখার আহ্বায়ক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব চলচ্চিত্র অভিনেতা, চলচ্চিত্র পরিচালক কৌশিক ঘোষ বলেন, এই প্রথম প্রগতি লেখক সংঘের ব্যানারে এই এলাকায় এই প্রথম অনুষ্ঠান। ব্যাপক সাড়া মিলেছে। বক্তব্য রাখতে গিয়ে কৌশিক ঘোষ আর ও বলেন, দেশজুড়ে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এই দুঃসময়ে শিল্পী সাহিত্যিক দের দায় আরও বেশি করে পরিলক্ষিত হওয়া উচিত। সমস্ত কিছু অন্যায়ের বিরুদ্ধে অভিনয় লেখনীর মাধ্যমে মোকাবিলা করতে হবে। অনুষ্ঠানে রবি ঠাকুরকে নিয়ে এক গভীর আলোচনা করেন পরিচয় পত্রিকার যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম কুণ্ডু। অন্য এক আলোচক কলমওয়ালার সম্পাদক প্রদীপ সরকার নজরুলের বর্ণময় দিকগুলি নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের সভাপতি শশাঙ্ক দাস গভীর বোধের এক স্বরচিত কবিতা পাঠ করেন। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত কবিরা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন শঙ্কর রায়, জয়ন্ত কুন্ডু, হিমাদ্রি সাহা, সন্দীপ রায়, আয়েফা গোলদার, গোপাল শে ঠি য়া, তারক বন্দ্যোপাধ্যায়, শিবাজী ভট্টাচার্য, স্বপন বন্দ্যোপাধ্যায়, রাজশেখর নন্দ বৈশালী, চিন্ময়ী চ্যাটার্জি প্রমুখ। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়। আবৃত্তি করেন রিতজিৎ নন্দী, শিশু শিল্পী অভিষিক্তা। সুচারুভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রয়ন ভট্টাচার্য।