কাজের স্থায়িত্বকরন নিয়ে হাজরা মোড়ে অধ্যাপকদের অবস্থান বিক্ষোভ,গ্রেফতার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের অতিথি অধ্যাপকরা দীর্ঘ দিন শোষণ বঞ্চনার প্রতিবাদে , কাজের স্থায়িত্বকরন নিয়ে হাজরা মোড়ে একসাথে সবাই হাজির হতে গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। প্রায় সাত বছর থেকে বঞ্চনার শিকার রাজ্যের অতিথি অধ্যাপকেরা।প্রশ্নপত্র, রুটিন, পরীক্ষার খাতা দেখা সবই রাজ্যের প্রায় তেরো হাজার অতিথি অধ্যাপকেরা করে থাকেন । এর জন্যে তাঁদের মাসিক চার হাজার থেকে আট হাজার বা ক্লাস পিছু একশ /দেড়শো টাকা দেওয়া হয় ।সরকার বার বার অতিথি অধ্যাপকদের স্থায়িত্বকরণের আশ্বাস দিলেও তা যে নাটকীয় টের পাচ্ছেন অতিথি অধ্যাপকেরা |আজ 09/06/19 হাজরার মোড়ে পুলিশ গ্রেপ্তার করে বিভিন্ন থানায় নিয়ে যাচ্ছে ছত্রভঙ্গ করার জন্য ।