|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: রণক্ষেত্র বিধানসভা। রাজ্যপাল জাগদীপ ধনকড়ের ভাষণ শুরুর আগে পুরভোট সন্ত্রাস, ছাপ্পা ভোটের অভিযোগ নিয়ে ওয়েলে নেমে ‘‘ভারত মাতা কী জয়, ছাপ্পা ভোটের সরকার আর নেই দরকার।” স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির।
জানা যায় শেষ পর্যন্ত কক্ষ ত্যাগ করতে চেয়েছিলেন রাজ্যপাল। এরপরই তাঁকে হাতজোড় করে ভাষণ শুরুর করার জন্য একান্ত অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া বিধায়কদেরও বিক্ষোভ থামাতে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে ঘিরে থাকেন তৃণমূল মহিলা বিধায়করা।
অনুরোধের পর কক্ষ ত্যাগ করেননি তিনি। বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন “হয় নিজেদের আসনে ফিরে যান, নাহলে চুপ করে থাকুন। এটাই গণতান্ত্রিক ঐতিহ্য।” শেষ পর্যন্ত, ভাষণের শুরু ও শেষ অংশ পড়ে বিধানসভা ছাড়েন রাজ্যপাল জগদীপ ধানকড়।
পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “যা হল তা অগণতান্ত্রিক। বিধানসভায় আজ যা হল তা অভূতপূর্ব। এর আগে এমন কোনওদিন এটা ঘটেনি। আমরা এক ঘণ্টা অপেক্ষা করেছি। হেরে গিয়ে নাটক করেছে বিজেপি। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। ভাষণের প্রথম ও শেষ লাইন পড়েছেন রাজ্যপাল। পরিকল্পনা করে বিশৃঙ্খলা করা হয়েছে। উনি ভাষণা না পড়েই চলে যাচ্ছিলেন। আমরা ওঁকে হাতজোড় করে অনুরোধ করেছি।”