|
---|
সেখ মহম্মদ ইমরান: রাজ্যে কোথাও গরুর গাড়ি, কোথাও বাইকের শ্রাদ্ধ! কোথাও কুশপুতুল দাহ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাওবা প্রতিবাদ সভা। পেট্রোল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে জেলায় জেলায় অবস্থান-বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের। বিগত কয়েকদিন ধরেই জ্বালানি অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি চালাচ্ছে রাজ্যের শাসকদল। শনিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল পেট্রোলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি ইস্যুতে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল কর্মীরা।
পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুরের বিভিন্ন পেট্রোল পাম্পে অবস্থান বিক্ষোভেশামিল হল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন কেশপুরের পেট্রোল পাম্পে তৃণমূল কংগ্রেস কর্মীরা মোদির কুশপুত্তলিকা দাহ করে এবং মোদি হাঁটাও দেশ বাঁচাও স্লোগান দেয়।
প্রতিদিনই অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি ঘটে চলেছে ডিজেল ও পেট্রোলের। একশো টাকা পেরিয়ে গেছে পেট্রলের দাম। পেট্রোল কিনতে নাভিশ্বাস উঠছে সাধারন মানুষের। অপরদিকে ডিজেলের দাম ক্রমশ উর্দ্ধমুখী হওয়ায় বাড়ছে জ্বালানি খরচ। আর জ্বালানী খরচ বৃদ্ধি ঘটায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটছে। পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় চরম কষ্টের মধ্যে পড়েছেন সাধারণ মানুষ। এরজন্য সম্পূর্ণভাবে দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। পেট্রো পণ্যের মূল্য হ্রাস ঘটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার। এদিন বিক্ষোভ কর্মসূচি থেকে এভাবেই টোপ দাগলেন মন্ত্রী শিউলি সাহা।
এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী উত্তমানন্দ ত্রিপাঠী, কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ ইকবাল থেকে শুরু করে ব্লক নেতৃত্বগন।