শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবীতে মিছিল মেমারিতে

বর্ধমান: রবিবার বিকাল ৩ টে নাগাদ মেমারি নতুন বাসষ্ট্যান্ড থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বিরোধী গণ উদ্যোগে একটি মিছিল শুরু হয়ে মেমারি শহর পরিক্রমা করে চকদিঘী মোড়ে একটি পথসভা হয় সেখানে বক্তব্য রাখেন শিক্ষক মানস রায়। পথসভার শেষে মিছিল কৃষ্ণবাজার, স্টেশনবাজার, বামুনপাড়া মোড় হয়ে বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।

    মেমারি শহরের মানুষ আজ দল-মত নির্বিশেষে সমাজের এই সংকটময় মুহূর্তে সব দ্বিধা দ্বন্দ্ব কে সরিয়ে রেখে শিক্ষার সংকট মুক্তির লক্ষ্যে একজোট হয়ে মিছিলে পা মেলান । কিন্তু কেন আজ তাদের এই মিছিলে হাঁটতে হচ্ছে? দু দুটো বছর পেরিয়ে গেল কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী এখনো বিদ্যালয় প্রবেশের ছাড়পত্র পেল না ।

    কবে পাওয়া যাবে ছাড়পত্র? এমনই প্রশ্ন মিছিল মুখী সকলের ?

    শিক্ষক মানস রায় তার বক্তব্যে বলেন যেখানে চারদিকে খেলা, মেলা, রাজনৈতিক সমাবেশের আয়োজন, সবটাই চলছে সমান তালে সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান কেন কোভিড নীতি মেনে চালু করা হচ্ছে না । শুধু নিষেধাজ্ঞা কেবল শিক্ষা প্রতিষ্ঠান দরজায়? তাই তাদের দাবি অবিলম্বে বিদ্যালয়ের দরজা খুলে দিতে হবে এবং সেটা যত তাড়াতাড়ি সম্ভব । না হলে আগামী দিনে যে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে তা বলার অপেক্ষা রাখে না।

    এক অভিভাবকের কথায় অনলাইন শিক্ষার পরিবেশ থাকুক কিন্ত স্কুলে যে সন্তানের মানসিক বিকাশ ঘটে তা বাড়িত মেটানো যায় না। অবিলম্বে স্কুল খোলা হোক না হলে এই সংগঠনের আন্দোলন আগামীতে বৃহত্তর পর্যায়ে সংগঠিত হবে।