|
---|
আরিফুল ইসলাম, হুগলী: হুগলী জেলার বৈদ্যবাটিতে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন “অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন” র সভাপতি আবু আফজাল জিন্না। বৈদ্যবাটির ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে প্রজাতন্ত্র দিবসের পাতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক সেখ সিরাজসহ আরও সদস্যরা।
পতাকা উত্তোলনের পর অল বেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্না তার খুদ্র বক্তব্যবের মাধ্যমে বলেন, এই দেশ সবার সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করবে এবং সাধারণ নাগরিকের অধিকার পাইয়ে দেবার জন্য ২৬ শে জানুয়ারি আজকের দিনে সংবিধান রচিত হয়েছিল। দেশের সার্বভৌত্ব সামাজিক- অর্থনৈতিক- রাজনৈতিক অধিকার মানুষকে দিয়েছে সংবিধান। ড. বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধি, সুভাস চন্দ্র বসু, ড. আবুলকালাম আজাদ সহ দেশপ্রেমিক স্বাধীনতা সংগ্রামীদের স্বরণ করা হয়।
করোনা ভাইরাস দূরিভূত হোক, উদয় হোক এক নূতন সূর্য। সেরে উঠুক সমাজ। দেশবাসীর কল্যাণ কামনা করে অনুষ্ঠান সম্পন্ন করা হয়।