|
---|
নাসিমা লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : ক্রিকেট ম্যাচে লাগাতার হার বারুইপুর প্রেস ক্লাব একাদশের। আজ ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে খেলাধূলার আয়োজন করা হয়ে থাকে। বর্তমানে করোনার প্রকোপে সেই সমস্ত অনুষ্ঠানের রাশ টানতে হয়েছে সর্বত্র। তার থেকে বাদ যায়নি বারুইপুরের ঐতিহ্যবাহী রাস মাঠের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। খুবই ছোট পরিসরে অনুষ্ঠিত হলো বারুইপুর এস পি একাদশ বনাম বারইপুর প্রেস ক্লাব একাদশ ফ্রেন্ডলি ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিবারের মতো এবারও হারের সুনাম অব্যাহত রাখল বারুইপুর প্রেসক্লাব একাদশ। বিগত হার গুলি থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে প্রস্তুত করতে পারিনি এবারো বারুইপুর প্রেসক্লাব একাদশ,১৫ ওভারে ১৪৫ রানে বান্ডিল হতে হয়েছে বারুইপুর প্রেস ক্লাবকে, ৫০ রানে বিজয়ী বারুইপুরে এস পি টিম.বারুইপুর এসপি বৈভব তেওয়ারি ২০২৩ এর জন্য প্রেস ক্লাবকে তৈরি হওয়ার জন্য পরামর্শ দেন। বছরের পর বছর খারাপ পারফরম্যান্স করার নতুন ভাবে দল গঠন করার আহ্বান জানান।