গরমের মওসুম পড়তে জলের সংকট সুন্দরবন এলাকা

গরমের মওসুম পড়তে জলের সংকট সুন্দরবন এলাকা

    সাকিব হাসান , জয়নগর: দক্ষিণ ২8 পরগনা জয়নগর বিধানসভা বেলেদূর্গানগর অঞ্চলের পূর্ব রঘুনাথ পুর গ্রামে গরম পড়তে না পড়তেই সুন্দরবনে শুরু হয়েছে তীব্র জলের সংকট। গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে নলকূপ থেকে জল ওঠা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। অনেক নলকূপ অকেজো হয়ে গেছে, সাধারণ পরিবারগুলো জল আনতে গেলে দুই থেকে তিন কিলোমিটার অতিক্রম করেই জল আনতে হয়। গ্রামের মানুষের দাবি পাশাপাশি চাষের জমি গুলোতে মিনি হাউস বসানোর কারণে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে গত কয়েক বছর ধরে। তাই আমাদের জলের সমস্যা আমরা চাষ না করলে খেতে পাবোনা এদিকে জলের সঙ্কট। এক এক করে সমস্ত নলকূপ গুলি জল না ওঠার কারণে দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাই দুই থেকে তিন কিলোমিটার দুর থেকে জল আনতে হচ্ছে এবং সেখানে এক থেকে একাধিক লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়।