|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে পার্কিং বিরোধের কমতি নেই, দিন দিন শহর সংকুচিত হচ্ছে এবং বাড়ছে যানবাহনের সংখ্যা, ফের একবার পার্কিং বিরোধ নিয়ে পৌর কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ড মঙ্গল পান্ডে রোডে বিক্ষোভ দেখালেন মানুষ। নার্সিংহোমের বাইরে পার্কিং সমস্যা নিয়ে ক্ষোভ। এই ঘটনায় স্থানীয় দিক থেকেও অভিযোগ করা হচ্ছে যে, এক যুবককে বেধড়ক মারধর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, যার জেরে সে ঠিকমতো হাঁটতে পারছে না। স্থানীয় লোকজনের কাছে, আহত যুবক যখন তার বাড়ির বাইরে হাসপাতাল কর্তৃপক্ষকে গাড়ি পার্কিং করতে মানা করে, তখন এটাই তার জন্য কাল হয়। বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। আহত যুবকের নাম বিনীত বানসাল বলে জানা গেছে।
ঘটনাটি সম্পর্কে স্থানীয় লোকজন জানিয়েছেন, বহুবার বলার পরও হাসপাতাল কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা নিরস্ত হচ্ছে না। এছারাও অনেক দিন আগে ওই সড়কে নো পার্কিং-এর ব্যানারও লাগানো হয়েছে, তারপরও হাসপাতাল কর্তৃপক্ষ নিজের কাজ করে যাচ্ছে। বিষয়টি নিয়ে তার পরিবারের সদস্যরাও শিলিগুড়ি থানার খালপাড়া ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন, যাতে কোনও আইনশৃঙ্খলা লঙ্ঘন না হয়, পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় স্থানীয় লোকজন হাসপাতাল ব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, এই পুরো ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে হাসপাতাল ব্যবস্থাপনার সিনিয়র ম্যানেজার পিন্টু রাস্তোগীকে শিলিগুড়ি থানার খালপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার শিলিগুড়ির মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়েছে। পুলিশ সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গ্রেফতারকৃত পিন্টু রাস্তোগির বিরুদ্ধে IPC-এর 341, 323, 325, 307, 506 এবং 34-এর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং বুধবার তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।