|
---|
নিজস্ব সংবাদদাতা , কালিয়াচক
মঙ্গলবার কালিয়াচক-১ ব্লকে ১৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন আইএনটিইউসি পক্ষ থেকে । ছিলেন সুজাপুরে বিধায়ক ঈশা খান চৌধূরী, ব্লক সভাপতি মতিউর রহমান, প্রাক্তন সহ সভাপতি সেলিম আলি, এক ডেপুটেশনকারী নেতা শাহজাহান আলি বলেন, আশাকর্মীদের স্থায়ীকরন, বেতন বৃদ্ধি সহ স্বাস্থ্যসংক্রান্ত 12 দফা ও স্থানীয় কিছু অভাব অভিযোগ ৬ দফা মোট ১৮ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় । বিডিও দফতরে ডেপুটেশন গ্রহণ করেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা । বিডিও এবং ছিলেন সিলামপুর হাসপাতালের বিএমএইচ ও । বিডিও সন্দীপ ঘোষ বলেন, দাবি সমূহ জমা পড়েছে । খতিয়ে দেখা হচ্ছে । যেগুলো রুপায়নে সম্ভব সেগুলো পূরন করার আশ্বাস দিয়েছেন বিডিও।