হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : ‘ছাত্রছাত্রীরা বড়োদের শ্রদ্ধা করতে পারলে ভবিষ্যতে তারাও শ্রদ্ধা অর্জন করতে পারবেন।’ বৃহস্পতিবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করে সুন্দরবন উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা একথা বলেন ।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রে সাংসদ ও কলেজ পরিচালন সমিতির সভাপতি নুসরাত জাহান, হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবেশ মন্ডল। এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ম্যাগাজিন ’অন্বেষা’-র আনুষ্ঠানিক উন্মোচন করেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা । গত একবছরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের যে সমস্ত অনুষ্ঠান হয়েছে সেগুলো নিয়ে ‛এক বছরে এক নজরে হিঙ্গলগঞ্জ মহাবিদ‍্যালয়’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেন সাংসদ নুসরাত জাহান।এদিনের অনুষ্ঠানে গতবছর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিটি বিষয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক দেবেশ মন্ডল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফল ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অধ‍্যক্ষ শেখ কামাল উদ্দীন।

    গতবছর প‍্যান্ডামিক সিচুয়েশনে বিশেষ কাজের স্বীকৃতিস্বরূপ শিক্ষাকর্মী রাকেশ হালদারকে সম্মাননা জানানো হয়। সহকারী অধ্যাপক শামীম ভড়কে আত্মীয় বিয়োগের পরও কলেজের মিটিংয়ে উপস্থিত থাকার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া পিএইচডি করার জন্য ঈশিতা দে ও মৌলিক গ্রন্থ প্রকাশের জন্য মায়া মজুমদারকে উৎসাহ স্মারক তুলে দেওয়া হয়। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাংসদ নুসরাত জাহান, বিধায়ক দেবেশ মন্ডল, অধ্যক্ষ শেখ কামাল উদ্দীন।


    এদিনের অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে নির্মিত সীমানা প্রাচীরের উদ্বোধন করেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, শিক্ষাকর্মীরা স্বতস্ফূর্ত আনন্দের সঙ্গে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।