সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে প্রতিবন্ধীদের বিশেষ সহায়তা প্রদান

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : প্রেমানন্দ ল্যাপ্রসী মিশনের সহযোগিতায়,  রাজাবাজার, কাশিপুর, বেলগাছিয়া, গার্ডেনরিচ মেটিয়াবুরুজ, ওয়াটগঞ্জ, খিদিরপুর, তপসিয়া, সুন্দরবনের কুলতলি সহ বাংলা ছাড়িয়ে বিহারেও কয়েকটি ব্লকে রুটিন মাফিক মানবিকতার নজির গড়ছেন। যে সমস্ত প্রতিবন্ধী যারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত, এবং বিভিন্ন সমস্যার মধ্যে সরকারি পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের কে বিশেষভাবে অ্যাওয়ারনেস এর মাধ্যম দিয়ে মানবিকতার নজির গড়লেন। বিগত সাত বছর ধরে এমনি কাজ করে চলছেন গার্ডেনরিচ ইনস্টিটিউট ফর রিহ্যাবিলিটেশন। বাংলা ছাড়িয়ে বিহার ছাপড়া জেলায় বেশ কয়েকটি ব্লকে এমনি সাধারণ মানুষের পরিষেবা দিয়েছে। গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এই সংগঠন একের পর এক যে সমস্ত পরিবার সরকারি সাহায্য পেতে  সমস্যার সৃষ্টি হতো অজানা তথ্য তাদের সামনে তুলে এ্যার্নেরস এর মাধ্যম দিয়ে তাদেরকে আগে নিয়ে যাওয়ার পথ সুগম করতে। আর এমনি মানবিকতার নজির গড়ার সুন্দরবন এলাকায় কুলতলীর বিভিন্ন প্রান্তে অসহায় মানুষদের সহযোগিতা করছেন।