|
---|
সেখ সামসুদ্দিন: ১৭ অক্টোবর, পূর্ব বর্ধমানের মেমারি শহরের হাসপাতাল মাঠপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্রতিমা বিসর্জনে এসে সিঁদুর খেললেন বাংলা ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা হাজরা। জি বাংলার ধারাবাহিক “এই পথ যদি না শেষ হয়” -এর ঊর্মি চরিত্রে অভিনয় করে অন্বেষা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এছাড়া তিনি চুনী-পান্না ধারাবাহিকেও একসময় অভিনয় করেছেন। মেমারির হাজরা পরিবারের মেয়ে অন্বেষা পুজো উপলক্ষ্যে মেমারি এসেছিলেন। তাঁর দেশের বাড়ি মেমারি থানার ধান্যখেড়ুর গ্রামের পুজো তার প্রিয় পুজো বলে জানান অন্বেষা।