পূর্ব বর্ধমানের বড়শুলে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের সঙ্গে সংঘর্ষ : এলাকায় উত্তেজনা ।

সংবাদদাতা :  পূর্ব বর্ধমানের বর্ধমান ২ নং ব্লকের বড়শুলে সোমবার তৃণমূল কংগ্রেস ও সিপিএমের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করার জন্য বি ডি ও অফিস যাওয়ার পথে যুযুধান এই দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। সিপিএম সমর্থকদের অভিযোগ : নমিনেশন ফাইল করার জন্য বর্ধমান ২ নং ব্লক বড়শুলে যাওয়ার পথ তৃণমূল কংগ্রেস আটকায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ : সিপিআইএম এর সমর্থকরা সশস্ত্রভাবে তৃণমূল কংগ্রেসের উপর ঝাঁপিয়ে পড়ে সংঘর্ষ চালায়। এর ফলে বেশ কিছু তৃণমূল কংগ্রেস সমর্থক ও পুলিশ আহত হন। ঘটনাস্থলে শক্তিগড় থানার পুলিশ এসে সামাল দেয়ার চেষ্টা করেন। এদিন দফায় দফায় দুই দলই সংঘর্ষ চালায় বলে অভিযোগ। পরে বর্ধমান থেকে জেলা পুলিশের এক বিশাল বাহিনী এসে ঘটনাস্থলে পৌঁছয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা সেই নির্দেশ অমান্য করে অযথা ঝামেলায় জড়িয়ে পড়ছে। এ দিন ছিল পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন ফাইল করার দ্বিতীয় দিন। উল্লেখ্য, এদিন বড় শুলে বিডি অফিস যাওয়ার পথে জাতীয় সড়কের কাছে দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাদে। ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ এসে এদিন দুই দলকে লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এলাকায় পুলিশি টহলদারি চলছে। এদিনের এই বড়শুলে র দুই দলের মধ্যে সংঘর্ষ সমগ্র রাজ্যে নজর কেড়েছে। এলাকায় টানটান উত্তেজন আছে। মঙ্গলবারও নমিনেশন করার দিন ধার্য আছে। অনেকে আশঙ্কা করছেন মঙ্গলবারও দুই দলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে। পুলিশ এ ব্যাপারে তৎপর হচ্ছে। এখন সকলের নজর বড়শুলের দিকে।