ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের

নতুন গতি নিউজ ডেস্ক: ইউক্রেন দখলের পথেই হাঁটল মস্কো। বৃহস্পতিবার সকালে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

    এদিন পুতিন বলেন “ইউক্রেনে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিয়েছি। যারা ইউক্রেনে রাশিয়ার এই অভিযানের বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করবে মস্কো।” মূলত ইউক্রেনের পূর্বে থাকা বিদ্রোহীদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুতিন এই সিদ্ধান্ত নিলেন বলে খবর। এদিন তিনি ইউক্রেনের সেনাকেও আত্মসমপর্ণের নির্দেশও দিয়েছেন।

    গতকালই ইউক্রেনের বিদ্রোহীরা রাশিয়ার কাছে সামরিক সাহায্য চেয়েছিল বলে খবর। এই আবেদনের পরই মাঠে নেমে পড়ল মস্কো। যদিও রাশিয়ার কাছে মধ্যরাতে যুদ্ধ থেকে বিরত থাকার আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জানান, তিনি একাধিকবার পুতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু অপরদিক থেকে কোনও উত্তর আসেনি।

    বুধবার রাতে জেলেনস্কির আরজিতেও কর্ণপাত করলেন না পুতিন। আক্রমণের আশঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধও করে দিয়েছিল ইউক্রেন। তার পরেও অবশ্য শেষরক্ষা হল না। পড়শি দেশে হানা দিচ্ছে রুশ বাহিনী।