আনিস খান হত্যাকাণ্ড: “বলির পাঁঠা করা হয়েছে আমাদের” দাবি দুই ধৃত পুলিশকর্মীর; সিবিআই তদন্তের দাবিতে থানা ঘিরে বিক্ষোভ

নতুন গতি নিউজ ডেস্ক: গতকাল আনিস খান হত্যাকাণ্ড মামলায় গ্রেফতার দুই পুলিশকর্মী – হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য করলো চাঞ্চল্যকর মন্তব্য। তাদের বক্তব্য তাদের বলির পাঁঠা করা হচ্ছে।

    বৃহস্পতিবার আদালতে নিয়ে যাওয়ার পথে তারা জানান, শুক্রবার আনিসের বাড়িতে গেলেও আনিসের মৃত্যু কিভাবে হয়েছে তা তাদের জানা নেই। তাদের প্রশ্ন করা হয়েছিল, কেন সেই রাতে আনিসের বাড়িতে গিয়েছিলেন তারা? কেউ কি তাদের যেতে বলেছিল? জবাবে ধৃত দুই পুলিশকর্মী জানান, তারা ছাত্রনেতার আমতার বাড়িতে গিয়েছিলেন ‘‘ওসি-র নির্দেশে।’’

    এই ‘ওসি’ আমতা থানার ওসি কি না তা অবশ্য ধৃতরা জানাননি। পুলিশ সূত্রে খবর, ধৃতরা এর আগে জেরায় বিশেষ তদন্তকারী দলকে জানিয়েছিল, আনিস তাঁদের দেখে ছুটে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দেন।

    অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে বৃহস্পতিবার আমতা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন আনিসের পরিজন এবং পাড়ার লোকজন। তাদের দাবি, আনিস-হত্যার ঘটনায় দুই পুলিশকর্মীকে গ্রেফতার করা হলেও তারা কার নির্দেশে বাড়িতে এসেছিলেন তা জানা যায়নি। তদন্তকারীরা আগে সেই তথ্য প্রকাশ্যে আনুন।আনিসের হত্যার ঘটনায় যদি পুলিশের আরও বড় কোনও মাথা যুক্ত থাকেন, তবে তাঁকেও গ্রেফতার করা হোক।