কৃষ্টির শিল্পী সমন্বয়ে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন বৈষ্ণব নগর প্রমোদ ভবনে

মালদা: কৃষ্টির শিল্পী সমন্বয়ে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন বৈষ্ণব নগর প্রমোদ ভবনে । নাচে গানে আবৃত্তি ও আলোচনায় কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর কে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কৃষ্টি এর শিল্পী বৃন্দ ও বিশিষ্ট জনেরা ।

    প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বৈষ্ণব নগর থানার আই সি নিম সেরিম ভুটিয়া । রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্য দেন করেন শশাঙ্ক শেখর লালা, যুগল কিশোর ঘোষ , অরুণাভ লালা, বিনয় ঘোষ , সঞ্জয় সরকার, সুকচাঁদ মন্ডল , সৌমিত্র লালা শোভন সাহা, অশোক সরকার নালেপ আলি সরিয়াতুল ইসলাম প্রমুখ ।

    কৃষ্টির সম্পাদক ভীম চন্দ্র সরকার জানান শিল্পীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য । খুব সুন্দর ভাবে রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপিত হয় । নুপুর চক্রবর্তী , সোমদত্তা লালা , সুদীপ্ত দাস, অপর্ণা সিংহ , শুভংকর সরকার , অণুষিখা লালা সহ আরও আট জন খুদে শিল্পী সমবেত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন ।

    নৃত্য পরিবেশন সৌরাংসী লালা , শ্রেয়সী সরকার , দেবস্মীতা দাস , নন্দিতা মন্ডল, অর্পিতা মন্ডল, নন্দিনী মন্ডল, অরিত্রিকা কর্মকার, শ্রাবণী গুপ্তা শিপ্রা মন্ডল সুমি চৌধুরী আরও দশ জন খুদে শিল্পী । আবৃত্তি পরিবেশন করেন সংঘামিত্রা ওঝা , বক্তব্য রাখেন অভ্রদীপ লালা তবলায় সহযোগিতা করেন দেবাশীষ ঠাকুর। মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুর কে স্মরণ করা হয় ।