|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: গরীব ও দুস্থ মানুষদের জন্য রায়দিঘীতে ব্রিজের নীচেই ফ্রিতে ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন হল। সেন্টারের নাম দেওয়া হয়েছে সুস্বাস্থ্য ফিজওথেরাপি সেন্টার। উদ্যোক্তাদের দাবি রায়দিঘী এলাকাতে এর আগে কোনো ফিজিওথেরাপি সেন্টার ছিলনা। এই প্রথম এই ফিজিওথেরাপি সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছে। এর আগে এলাকার মানুষজনদের ফিজিওথেরাপির জন্য করাতে ৪০ কিমি দূরে ডায়মন্ডহারবারে যেতে হত। কিন্তু বর্তমানে কেন্দ্রটি রায়দিঘীতে হওয়ায় সপ্তাহে সবদিনই মানুষ স্বল্প খরচে এই পরিষেবা পাবে। এখানে প্যারালাইসিস, নার্ভ, স্পন্ডালাইসিস এবং বিভিন্ন রোগের পরিষেবা প্রদান করা হবে। এলাকায় নতুন এই ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন হওয়ায় এলাকার মানুষজন খুবই খুশি।