রায়গঞ্জ হাসপাতাল চত্বরে সদ্যজাতকে খুবলে খেল কুকুরে।

নিজস্ব সংবাদদাতা; উত্তর দিনাজপুরঃ হাসপাতাল চত্বর নাগালের মধ্যে সুপারের আবাসনের ঠিক সামনে এক  সদ্যজাত মৃত সদ্যজাতের মৃতদেহ কুকুরে খুবলে খাওয়ায় হাসপাতাল চত্বর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়াল। আজ এমনই ভয়াবহ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বিবৃতি পাওয়া যায়নি।

    আজ সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সুপারের ঘরের সামনে একটি মৃত সদ্যজাতকে একটি কুকুর মুখে করে নিয়ে আসে এবং কিছুটা অংশ খুবলেও খেয়ে ফেলে। এরপরই স্থানীয়রা কুকুরটিকে তাড়া করলে কুকুরটি শিশুর মৃতদেহ ছেড়ে পালিয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে। সুপার সহ স্বাস্থ্যকর্মীরা এসে শিশুর মৃতদেহটি উদ্ধার করে।

    কোথা থেকে ওই মৃত সদ্যজাতকে কুকুর তুলে নিয়ে এল, স্থানীয় মহলে উঠেছে প্রশ্ন।