রাজ বাসু শিলিগুড়িতে পর্যটন শিল্পের মহিরুহ

নিজস্ব সংবাদদাতা :রাজ বাসু শিলিগুড়িতে পর্যটন শিল্পের মহিরুহ। শুধুমাত্র শিলিগুড়ি কেন গোটা উত্তরবঙ্গই নয় গোটা পশ্চিমবঙ্গের মাটিতেই রাজ বাসু এক আলাদা এবং বর্নময় চরিত্র। এবারে তার নতুন শুরু ম্যাঙ্গো ফেষ্টিভাল।আজ শিলিগুড়ি জার্নালিষ্ট Clubএ এক সাংবাদিক সন্মেলন করলেন তার স্ত্রী অভয়া বাসু।জানা গেলে আগামী 9,10 এবং 11তারিখে শিলিগুড়ির সিটি সেন্টারে চলবে ম্যাঙ্গো ফেষ্টিভ্যাল। যেখানে ভারতবর্ষের প্রায় সব রাজ্যের আম আসবে। সব জায়গা থেকেই আম আসবে বলে জানালেন অভয়া বাসু। তিনি জানালেন মানুষ বুঝতে পারবে কত ধরনের আম আছে। ফলের রাজা আম তাই তার একটা আলাদা বৈশিষ্ট্য তো থাকবেই। একেকটি আমের দাম একেক ধরনের। আমের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করা হবে।এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক আলোচনা সভাও করা হতে পারে বলে জানালেন তিনি। আমের স্বাদ একেকটির একেক ধরনের এবার সেটাও মানুষ বুঝতে পারবে। মানুষ আম দেখতে এবং আম খেতে এবং আম কিনতে ভালোবাসেন কারন ফলের রাজা আম। আমি সবাইকে এই ম্যাঙ্গো ফেষ্টিভ্যাল আমন্ত্রন জানাচ্ছি বলে জানালেন রাজ বাসু।