বীরভূম থেকে সুদূর বিদেশের মাটিতে বাউল গান পৌঁছে দেওয়ার জন্য ওয়ার্কশপ চালাচ্ছেন জামবনির বাউল শিল্পী রাজু দাস বাউল

নিজস্ব সংবাদদাতা : বীরভূম থেকে সুদূর বিদেশের মাটিতে বীরভূমের বাউল গান পৌঁছে দেওয়ার জন্য ওয়ার্কশপ চালাচ্ছেন বীরভূমের জামবনির বাউল শিল্পী রাজু দাস বাউল। তিনি গত ৩০ জুন থেকে ব্রিটিনের ওয়ালনি আইল্যান্ডের ORMSGILL প্রাইমারি স্কুলে এই ওয়ার্কশপ চালাচ্ছেন। সেখানে এই ওয়ার। রাজু দাস বাউল আট বছর বয়স থেকে গান-বাজনার সঙ্গে যুক্ত। বর্তমানে তার বয়স ৩০ বছর। তিনি তার বাবা শ্রীদাম দাস বাউলের থেকে গান শিখেছেন এবং তারপর থেকে এই বাউল গানকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।বর্তমানে তিনি বিদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের ওয়ার্কশপ করে থাকেন। ব্রিটেনে এই ওয়ার্কশপ শেষ হওয়ার পর ফের ১০ আগস্ট তিনি ইংল্যান্ড এবং এডিনবরায় ওয়ার্কশপের জন্য পাড়ি দেবেন। তার মূল লক্ষ্য হল বীরভূমের রাঙামাটির বাউল গান বিদেশের মাটিতে পৌঁছে দেওয়া।তিনি জানিয়েছেন, ব্রিটেনের ছোট ছোট বাচ্চারা বাংলার এই বাউল গান শুনতে এবং শিখতে প্রচন্ড আগ্রহ দেখাচ্ছে। তিনি ওই খুদেদের আগ্রহ মত এই ওয়ার্কশপ চালাচ্ছেন।রাজু দাস বাউল জানিয়েছেন, তিনি বিভিন্ন সময় গান রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই সকল গান দেখেই বিদেশের বিভিন্ন বাউল অনুরাগীরা তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে সেই সকল দেশে ওয়ার্কশপ করানোর জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ রাজু দাস বাউল সম্প্রতি ব্রিটেনের এই প্রাইমারি স্কুলে ওয়ার্কশপ করার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, এখানকার খুদে পড়ুয়ারা বীরভূমের বাউল গানের প্রতি প্রচন্ড আগ্রহ দেখানোর পাশাপাশি বাউলের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ধরনের বাজনার প্রতিও তাদের আকর্ষণ প্রবল। এই আকর