|
---|
নিজস্ব সংবাদদাতা: মুরগি মেরে মুরগির ডিম খেয়ে সারারাত ঘাপটি মেরে রইলো গোখরো। আর সাতসকালে গৃহস্থের বাড়ির ধানের গোলায় বিশালাকার ঐ বিষধর গোখরো দেখে হৈ হুল্লোড় কান্ড। ধানের গোলের ভিতরে ঢুকে দুটো মা মুরগিকে মেরে,গোটা আটেক ডিম খেয়ে গোলার মধ্যেই সারারাত লুকিয়ে রইল এই স্পেকটিকাল কোবরা। বাড়িতে আতঙ্কের পরিবেশের খবর যায় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর কাছে। খবর পেয়ে তিনি ছুটে যান জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় গোমস্তপারা এলাকায় ঐ গৃহস্থের বাড়িতে। বাড়িতে পৌঁছে ধানের গোলার মধ্যে ঢুকে দেখতে পান প্রায় 20 টির মতো মুরগীর ডিম। এবং দুটি মুরগি মৃত অবস্থায় পরে রয়েছে। বাড়ির মালিক মোহাম্মদ সোনাউল হক জানান, ধানের গোলার ভিতরে ঢুকে গোখরোটি মুরগীর ডিম খেতে গেলে, মা মুরগির সাথে গোখরোর লড়াইয়ে দুটি মুরগি সেখানেই প্রাণ হারায়।গোটা আটেক ডিমও খেয়ে ফেলে এই গোখরো।সকালে দুর্গন্ধ ছড়ানোর পরেই বিষয়টি নজরে আসে বাড়ির মালিকের। তারপরই পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দিলে উনি এসে গোখরো সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী জলাশয়ে ছেড়ে দেন। এদিকে সাপ দেখাতে ভিড় জমান এলাকার বহু মানুষ। তবে গৃহস্থের বাড়িতে ঢুকে ডিম খাওয়ার পাশাপাশি মুরগি মেরে ফেলায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা কারণ এমন ঘটনা আগে ঘটে নি।