|
---|
সংবাদদাতা : সাগরদিঘী হাসপাতালে চিকিৎসাধীন রোগী হাসিনা বেগমের ‘এ+পজেটিভ’ রক্তের প্রয়োজনে তার পরিবার প্রয়োজনীয় গ্রুপের রক্তের সন্ধান না পেয়ে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস ও রক্তযোদ্ধা কৌশিক দাসের সঙ্গে যোগাযোগ করে রক্তের আবেদন জানান। এরপরই সম্পাদক সঞ্জীব দাস এবং উইনার রক্তে সেবার সদস্য সাবিরুল সেখের অনবদ্য প্রচেষ্টায় রোজা রাখা অবস্থাতেই ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করে মেগাশিয়ারা থেকে রক্তদানে এগিয়ে আসেন রক্তদাতা ইয়ানুর আলম। ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস এর উপস্থিতিতে তিনি রক্তদান করেন।ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস জানান পবিত্র রমজান মাসে বহু রক্তদাতাকেই বিভিন্ন কারণে রক্তদান থেকে বিরত থাকতে হয়, তাই প্রায়ই রক্তের সংকটও দেখা দেয় এইসময়। তবে এর মধ্যেও যারা রক্তদানে সক্ষম তারা রোজা রাখা অবস্থাতেই আমাদের ডাকে সারা দিয়ে রক্তদানে এগিয়ে আসছে এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর পক্ষ রক্তদাতাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই তার এই মহৎ মানসিকতাকে, পাশাপাশি রোগীর দ্রুত সুস্থতাও কামনা করি।