জীব সেবাই শিব সেবা, তাইতো পলাশী থেকে টোটন নামে এক যুবক ছুটলেন রক্ত দিতে কৃষ্ণনগর

আজিম সেখ,নতুন গতি:-দুই ফোঁটা রক্ত বিন্দুর তরে –বাঁচে যদি কোনো মানব প্রাণ তবে কেনো করিবেনা এই মহান রক্তদান।

এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ এর সদস্যরা জানান
আপনার রক্ত দান আর এক জনের জীবন দান ।
রক্ত দানের ইচ্ছে থাকলে শত বাঁধা পার করে রক্ত দেওয়া যায়,সেই প্রমাম দিলেন পলাশীর টোটন সেখ। চারিদিকে যখন মানুষ NRC ও CAB নিয়ে আতঙ্কিত তখন আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ ব্যাস্ত রক্ত দিয়ে মানুষের সেবা করতে। কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে আজ দুই দিন থেকে পলাশীর সালেহার বিবি একটা অসহায় মায়ের জন্য A+ রক্তের প্রয়োজনে চারিদিকে খোঁজা খুঁজি রক্ত না পাওয়ায় আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের এডমিন রাজেশ দা, ফারুক ও রাকেশ এর সাথে যোগাযোগ করেন এবং আমাদের গ্রুপে জানান।

গ্রুপের সসক্রিয় এডমিন টোটন সাড়া দেই এবং তিনি যাওয়ার জন্য প্রস্তুত হন। ট্রেন ও বাস এর সমস্যা থাকার পরেও টোটন পলাশী থেকে ছুটে যান কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে ,টোটন ভাই রক্ত দিয়ে এসে নিজেকে মহান প্রমান করেন। এই পরিস্থিতিতে খুবই রেয়ার গ্রুপের রক্ত পাওয়ার পেসেন্ট এর বাড়ির লোক খুবই খুশি হন।
পেসেন্ট এই কষ্টের মূহুর্তে মুখে হাসি আনতে পেরে টোটন দা ঔ আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সকলে খুব আনন্দিত।

পেসেন্টের বাড়ি ঔ আমাদের এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে টোটন দা কে হাজার হাজার ভালোবাসা।
সকলে আসুন আমাদের সাথে এই মহান কাজে যুক্ত হওয়ার জন্য, এমার্জেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ সবার জন্য সব সময় পাশে থাকে ২৪/৭
রক্তদান মহৎ দান।
এমার্জেন্সি ব্লাড সার্ভিস