|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : রাজ্যের হাসপাতালের ব্লাডব্যাঙ্কগুলিতে রক্তের তীব্র সংকট দেখা দিচ্ছে। এমতাবস্থায় এই সংকট দূরীকরণে ৯ই মে সোমবার মানবতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন এর পরিচালনায় সুতির ছাবঘাটী কে.ডি বিদ্যালয়(উঃমাঃ) প্রাঙ্গনে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন রক্তদান শিবিরে ৩ জন মহিলা সহ মোট ৮০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। ট্রাস্টের কর্ণধার কবির আলি জানান রক্ত কোন কলকারখানায় তৈরী হয়না সুতরাং এই জীবন দানের মতো একটি বিষয়কে যদি আমরা সকলে মিলে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের রক্তের সঙ্কট থাকবে না। উক্ত মহতীপূর্ণ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন যথাক্রমে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা রুবিয়া সুলতানা মহাশয়া, ছাবঘাটী হাইস্কুলের ৬জন শিক্ষক সহ, মুরালীপুকুর হাইস্কুলের প্রধান শিক্ষক আনুয়ারুল ইসলাম, রঘুনাথগঞ্জ WBSEDCL এর HR মহঃ মোদাস্বের হোসেন। এছাড়াও উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৩৫টি স্বেচ্ছাসেবী সংগঠন এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। এদিনের রক্তদান শিবির ও সম্বর্ধনা অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে স্বশরীরে উপস্থিত থাকলে না পারলেও রক্ত দাতাদের বিভিন্ন ফলমূল ও সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সুতি থানার ভারপ্রাপ্ত আধিকারীক বিপ্লব কর্মকার। এছাড়াও এলাকার অনেক যুবক সম্প্রদায় থেকে শুরু করে অনেক শুভাকাঙ্খী এই সংগঠনকে আর্থিক ও কায়ীক পরিশ্রম দিয়ে সহযোগীতা করেছেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরুপে সঞ্চালনা করেন সমীম হোসেন ও রাজশ্রী রয়।