|
---|
“রানার ছুটেছে” সমাজের জন্য তার দৌড় চলেছে নির্ভীক ও নিঃশব্দে
নতুন গতি প্রতিবেদক : “রানার ছুটেছে” সমাজের জন্য তার রান অর্থাৎ দৌড় চলেছে নির্ভীক ও নিঃশব্দে। তার সাধ্যমতো সামাজিক কর্মের বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে। যখন একদিকে কোভিডি১৯ এর মারন আস্ফালন ও অন্যদিকে না খেতে পাওয়া মানুষের আর্তনাদ।
তাই আজকে “রানার ছুটেছে” সংস্থার পক্ষ থেকে পানিহাটি ষ্টেট জেনারেল হাসপাতালের নার্স ও স্বাস্থ্য কর্মীদের জন্যে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) বিতরণ করলো। যা কিনা স্বাস্থ্য ও সুরক্ষার ঝুঁকির বিরুদ্ধে সুরক্ষার জন্য কর্মীদের দ্বারা পরিধান করা বিশেষ পোশাক বা সরঞ্জাম। ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জামগুলি দেহের অনেকগুলি অংশ, অর্থাৎ আপনার, চোখ, মাথা, মুখ, হাত, পা এবং কান রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে।
যারা কিনা এই কোভিডি১৯ এর মতো মারন রোগ থেকে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে রক্ষার করার জন্য চিকিৎসার মাধ্যমে প্রাণপাত করে যাচ্ছে, তাদের জীবন সুরক্ষার জন্য এইটুকু করতে পারে তাঁরা আপ্লুত। এই জন্যে “রানার ছুটেছে” তার সৎ গতিশীল চিন্তাধারা সর্বদাই মানুষের জন্য উপস্থাপন করেছে।
রানারের সদস্যরা জানান, রানার ছুটেছে শুধু আপনাদের কাছে মানুষের জন্য মানবিক হওয়ার আবেদন করে আর কিছু নয়। আমরা রানারের সামান্য সৈনিক হতে পেরে গর্বিতবোধ করি।