রমজান ও লক ডাউনের মাঝেই রক্তদান শিবির ।

সেখ জাহির আব্বাস, বর্ধমান : পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার আটাঘর বাসস্ট্যান্ডে সোমবার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। জানা গেছে, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী ৩০ জনের বেশি মানুষের একসাথে রক্ত নেওয়া যাবে না । তাই,রমজানের কঠিন সময়কে উপেক্ষা করেও এলাকার ৩০ জন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থক রক্তদান করেন । শিবিরে ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, বর্ধমান-২ তৃৃৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত, কৃষি কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার, ব্লকের এসসি এসটি সেলের সভাপতি সনৎ মন্ডল, ব্লক যুব কংগ্রেসের সভাপতি দেবদীপ রায়, যুবনেতা শরিফুল মন্ডল, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুহিন কোনার প্রমুখ নেতৃত্ব। বাগবুল বাবু উপস্থিত সকলকে বর্তমান পরিস্থিতিতে রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সংক্ষেপে তুলে ধরে এই মহৎ কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান এবং করোনা মোকাবেলায় সকলকে এক হয়ে সরকারি নির্দেশিকা পালনের অনুরোধ জানান।শ্যামল বাবু জানান, লক ডাউনের কঠিন পরিস্থিতিতে বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন করা যাচ্ছে না, তাই আমরা ছোট ছোট শিবির করে রক্তদান শিবিরের আয়োজন করছি। পরবর্তীতে এলাকার চারিদিকে এমন ছোট ছোট রক্তদান শিবিরের আয়োজন করে যাতে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত ঘাটতি মেটানো যায় তার চেষ্টা চালিয়ে যাব। এ কাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সকলের অনুপ্রেরণা। 

    ———————————–