|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: আদিত্য বসু হ্যা এই নামটি এখন মুখে মুখে ঘুড়ছে সুন্দরবনের প্রতন্ত এলাকায়। এবছর কৌতলা রামকৃষ্ণ আশ্রম থেকে পরীক্ষা দিয়েছিল আদিত্য। ৪৮৮ নং পেয়ে উচ্চমাধ্যমিকে দ্বিতীয় অষ্টম হয়েছে সে। পিতা নিত্যগোপাল বসু থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষকা গণ তার এই সাফল্যে অভীভূত সকলে।
আদিত্য কিশোর বৈজ্ঞানিক প্রোতাস্থান যোজনা(KVPY) ৪৮ তম র্যাঙ্ক করেছে।তবে আদিত্যর ডাক্তার হওয়ার ইচ্ছা নেই। সে বিজ্ঞানী হয়ে দেশসেবা করতে চায়।
আদিত্যর স্কুলের এক শিক্ষক জিনি ছাত্রদের কাছে দেব স্যার নামে পরিচিত তিনি আমাদের জানান “আদিত্য খুবই অমায়িক ছেলে। পঞ্চম শ্রেণি থেকে তাকে দেখে আসছেন। তার এই সাফল্যে তারা খুবই খুশি।”