|
---|
নতুন গতি, ডেস্ক : ক্রিকেটে খেলার নবাগত দেশ আফগানিস্তান। অল্প কিছু দিনের মধ্যে সাহেবদের খেলাতে নৈপুন্য, পারদর্শী এবং পেশাদারিত্ব দেখাচ্ছেন আফগানিস্তান। ক্রিকেটের উদিত সূর্য্যের আফগানিস্তান সাফল্যের একটি মূল স্তম্ভ অলরাউন্ডার রশিদ খান। মূলত স্পিন বলার, কিন্তু ব্যাটিংও বেশ ভালো করেন। বলের পাশাপাশি, দলের প্রয়োজনে অভিজ্ঞ ব্যাটসম্যান হয়ে ব্যাটিং উপহার দিয়েছেন দলকে।
এশিয়া কাপ শেষে আইসিসি ওয়ানডে তালিকা প্রকাশ হয়েছেন, তাতে সেরা অলরাউন্ডার রশিদ খানের হয়েছেন। বাংলাদেশের প্লেয়ার সাকিবকে সরিয়ে সেরা অলরাউন্ডারের স্থানটি দখল করেছেন রশিদ খান। রশিদের মুকুটে আর একটি পালক যুক্ত হয়েছে, বলার হিসাবে দ্বিতীয় স্থানে আছে রশিদ খান। টি টোয়েন্টির থেকে ওয়ানডে ক্রিকেট সব ফরমেটে উজ্জ্বল নক্ষত্র রশিদ খান। এশিয়া কাপে দুর্দান্ত বল করেছেন এবং কয়েকটি ম্যাচে ব্যাটও করেছে বলিষ্ঠ