রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্ষদ বা ইউএনএইচআরসি সিএএ বিরোধিতা করে ভারতীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্ষদ বা ইউএনএইচআরসি সিএএ বিরোধিতা করে ভারতীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল

    নতুন গতি, ওয়েব ডেস্ক: মোদি সরকার সংসদে সিএএ বিল পাস করার পর থেকেই ব্যাপক ভাবে দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদে গর্জে উঠে। দেশের বিভিন্ন প্রান্তে সিএএ বিরোধী আন্দোলন জারি এখনও।

    এবার আন্তর্জাতিক স্তরেও এই আইন নিয়ে আক্রমণের মুখে পড়েছে বিজেপি সরকার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পর্ষদ বা ইউএনএইচআরসি সিএএ–তে ধর্মের ভিত্তিতে মানুষদের বাদ দেওয়ার বিরোধিতা করে ভারতীয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল। এই মামলায় ইউএনএইচআরসি নিজেদের আবেদনকারী করতে সুপ্রিম কোর্টে আপিল করে বলেছে, ধর্মের ভিত্তিতে আইনে যে বিভাজন করা হয়েছে তা যথাযথ যুক্তিগ্রাহ্য বা মান্য নয়।
    ভারতের সংসদের আইন তৈরির সার্বভৌম অধিকার আছে। তাই ভারতের সার্বভৌমত্বের মধ্যে কোনও বিদেশি দলের ঢোকা উচিত নয় বলে মন্তব্য করছেন বিদেশ মন্ত্রক।