মায়ারমান রোহিঙ্গাদের ভালো ভাবে মায়ারমেন ফিরাতে হবে নইলে কোনো আর্থিক ও উন্নয়নের সাহায্য করবো না জার্মান

মায়ারমান রোহিঙ্গাদের ভালো ভাবে মায়ারমেন ফিরাতে হবে নইলে কোনো আর্থিক ও উন্নয়নের সাহায্য করবো না জার্মান

    নতুন গতি, ওয়েব ডেস্ক: মায়ারমানের শরণার্থী রোহিঙ্গাদের নিরাপদে দেশে না ফেরানো পর্যন্ত উন্নয় মূলক সব কিছু স্থগিত রাখার ঘোষণা করলেন জার্মানি অর্থ মন্ত্রী ড: গ্রেড মুলার।
    ঢাকার জার্মানি দূতাবাস জানান যে গত ২৬শে ফেব্রুয়ারি রোহিঙ্গা ক্যাম্পাসে যান জার্মানি অর্থ মন্ত্রী ড: গ্রেড মুলার।
    আর সেখানেই জানান যে রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিতে হবে যদি না হয় তাহলে উন্নয়নমূলক ও আর্থিক সহযোগিতা করা হবে না।
    মূলত ঢাকা সফরে এসে এই সিদ্ধান্ত বলে জানান।