রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার নিলেন বীরভূমের রতন কাহার

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বাংলার গর্ব প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী রতন কাহার নতুন দিল্লিতে রাষ্ট্রপতির হাতে ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হলেন বৃহস্পতিবার। প্রসঙ্গত উল্লেখ্য লোকসংগীত শিল্পী রতন কাহার ভাদু গানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।
    রতন কাহারের জন্ম বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুলী গ্রামে।
    অচল কাহার ও টুকটুকি কাহার দারিদ্রতাকে সঙ্গী করেই নিজের সন্তান রতন কাহারকে বড় করে তোলেন। হতদরিদ্রতা রতন কাহারের প্রতিভাকে থামিয়ে রাখতে পারেনি। দারিদ্রতাকে সঙ্গে করেই রতন কাহার নিজের শিল্প-কর্মকে এগিয়ে নিয়ে গেছেন। ভাদুগান, লোকগান নিজেই লিখে নিজেই সুর দিয়ে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে গেয়েও বেড়িয়েছেন। তার বিখ্যাত গান ‘বড়লোকের বিটি লো লম্বা লম্বা চুল’ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। ইতিমধ্যে নানুর সাহিত্য সভার পক্ষ থেকে তাঁকে ‘কাঞ্চন সরকার স্মৃতি পুরস্কার’ প্রদান করা হয়েছে। এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংস্থা ও সংবর্ধনা ও বিভিন্ন পুরস্কারে ভূষিত করেছে। এই রতন কাহার পদ্মশ্রী পাওয়ায় জেলাবাসী তথা বাংলার সমস্ত মানুষ গর্বিত এবং তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বর্তমানে তিনি সিউড়ির ত্রাণ সমিতির কাছে নগরীপাড়ায় বসবাস করেন।
    বৃহস্পতিবার দেশের মাননীয়া রাষ্ট্রপতির হাত থেকে প্রখ্যাত এই লোক সংগীত শিল্পী রতন কাহার পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন। এই খবরে খুশির হাওয়া সারা জেলায়।

    জেলার আরেক গর্ব ‘বাংলা একাডেমি পুরস্কার’ প্রাপ্ত এবং ‘সাহিত্য একাডেমী পুরস্কার’ প্রাপ্ত, গবেষক, সাহিত্যিক তথা অনুবাদক পুষ্পিত মুখার্জিও রতন কাহারের এই পদ্মশ্রী প্রাপ্তিতে গর্বিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন। পুষ্পিত বাবু জানিয়েছেন রতন কাহার দারিদ্রতাকে হার মানিয়ে তার শিল্পকর্মকে শীর্ষে নিয়ে যেতে পেরেছেন। তাঁর পদ্মশ্রী প্রাপ্তি আমাদের বীরভূমের গর্বের বিষয়। একজন বীরভূমবাসী হিসাবে আমি গর্বিত। রতন কাহারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তিনি দীর্ঘজীবী হোন সুস্থ থাকুন এই কামনা করি। প্রসঙ্গত উল্লেখ্য প্রখ্যাত সাহিত্যিক, গবেষক পুষ্পিত মুখার্জিও বীরভূমের এই সিউড়ির বাসিন্দা।

    রতন কাহারের এই পুরস্কার প্রাপ্তিতে আনন্দে আপ্লুত রতন কাহারের সহযোগী ভাতৃপ্রতিম সাংবাদিক সনাতন সৌ ।