রায়দিঘি থানার আই সি দ্বিতীয় ভাঙ্গর হতে দেয়নি রায়দিঘী এলাকা!

নিজস্ব সংবাদদাতা :ভোট আসে ভোট যায় কত হিংসার ঘটনা ঘটছে বিভিন্ন এলাকায়। কিন্তু রায়দিঘি থানার আইসি অমীও কুমার ঘোষ দ্বিতীয় ভাঙ্গর বা অন্যান্য জায়গার মতো হতে দেননি রায়দিঘির মথরাপুর ২ নম্বর ব্লক এলাকা!

    রায়দিঘি থানা এলাকায় আই সি সাহেব আছে বলে সুরক্ষিত আছে রায়দিঘির বিভিন্ন এলাকা। তবে ভোট ঘোষণার দিন থেকে আজ ও পর্যন্ত রায়দিঘি থানার আই সি অমীও কুমার ঘোষের নির্দেশে রায়দিঘি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চলছে পুলিশের রুট মার্চ!

     

    এবং রায়দিঘি থানার আই সি আমিও কুমার ঘোষের নির্দেশে এসআই অফিসারগণ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পায়ে হেঁটে এলাকায় এলাকায় গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলেন।

     

    তবে এলাকার মানুষজন জানিয়েছেন যেদিন থেকে ভোট প্রক্রিয়ার নির্বাচন ঘোষণা শুরু হয়েছে সেদিন থেকে রায়দিঘি থানার আইসি আমিও কুমার ঘোষ এলাকায় এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং তাদের আশ্বাস দেন কোন অঘটন ঘটলে তড়িঘড়ি করে রায়দিঘি থানায় জানাতে।

    সাথে সাথে আইসি আমিও কুমার ঘোষ সাহেবের কথা শুনে এলাকার মানুষ জন অনেকটাই খুশি।

    তবে রায়দিঘি এলাকার মানুষজন এমন সৎ আদর্শ পুলিশ অফিসার অন্য কোন এলাকায় দেখেনি বলে জানান এলাকার স্থানীয় বাসিন্দারা।

     

    রায়দিঘি থেকে নুরউদ্দিন রিপোর্ট!