|
---|
আগামী তিন মাস কোনো EMI দিতে হবে না, করোনা আতঙ্কের মধ্যে আমজনতাকে স্বস্তি দিলো RBI
নতুন গতি ওয়েব ডেস্ক:
করোনার করাল গ্রাসে সারা বিশ্ব। গোটা দেশ লক ডাউন। আতঙ্ক অনিশ্চয়তার মেঘ। এই রকম এক দুঃসময়ে আমজনতা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে স্বস্তির নিঃশ্বাস দিলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গর্ভনর শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন আগামী ৩ মাস কোনও EMI দিতে হবে না। সবরকম ঋণের উপরই ৩ মাস EMI স্থগিত। বাণিজ্যিক ঋণেও ৩ মাসের সুদে ছাড়। সব কমার্শিয়াল ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি, গ্রামীণ ব্যাঙ্ককে অনুমতি দেওয়া হল,তারা তিন মাস ইনস্টলমেন্ট পেমেন্ট নেওয়া স্থগিত রাখতে পারবে। গাড়ি, বাড়ি , ব্যাবসার ঋণের জন্য যে EMI দিতে হয় তা তিনমাস পিছিয়ে দেওয়া হলো। অর্থাৎ এপ্রিল, মে জুন মাস ব্যাংক একাউন্ট থেকে কোনো EMI কাটা হবে না
ব্যাবসা বাণিজ্য বন্ধ। ধুঁকছে অর্থনীতি।পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে চাঙ্গা করতে রিভার্স রেপো রেট ও
রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিভার্স রেপো রেট কমানো হচ্ছে ৯০ বেসিস পয়েন্ট। ফলে রিভার্স রেপো কমে দাঁড়াচ্ছে ৪ শতাংশে। অপরপক্ষে, রেপো রেট ০.৭৫ বেসিস পয়েন্ট কমানো হচ্ছে । ফলে রেপো রেট হচ্ছে ৪.৪ শতাংশ।
গর্ভনর শক্তিকান্ত দাস জানান, ফলে ব্যাঙ্কিং ব্যবস্থায় ১ লাখ ৩৭ হাজার কোটি নগদের জোগান হবে। বাজারে ঢালতে ব্যাঙ্কের হাতে ৩ লাখ ৭৪ হাজার কোটি টাকা থাকবে। করোনা সংক্রমনের জন্য বিশ্বজুড়ে অর্থনৈতিক সংকট শুরু হয়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। সাধারণ জনতা সরকারের কাছ থেকে সংবেদনশীল প্রত্যাশা করে। এই সংকটের মধ্যেও আর্থিক সচ্ছলতা আনা সরকারের লক্ষ্য।