জেলা পুলিশের উদ্যোগে পাড়ায় পাড়ায় উদযাপিত হচ্ছে সম্পর্ক কার্যক্রম

বাবলু হাসান লস্কর, কুলতলী, দক্ষিণ চব্বিশ পরগনা : বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে কুলতলী থানার পক্ষ থেকে সাধারণ নাগরিকদের সঙ্গে পুলিশের সুসম্পর্ক তৈরীর উদ্যোগ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় চলছে “সম্পর্ক” স্থাপনের মহতী উদ্যোগ। যে সমস্ত জায়গায় সাধারণ মানুষের সাথে প্রশাসন আধিকারিকদের সহজে নিবিড় যোগাযোগ স্থাপনের মাধ্যম। যে সকল পরিবার থানায় যেতে সমস্যা বা ভীতি সেই সমস্ত পরিবারের ভীতি কাটানোর যোগাযোগ ব্যবস্থা এই সম্পর্ক। সমুদ্র তীরবর্তী কিম্বা জঙ্গল লাগোয়া – জনমানব বিচ্ছিন্ন এলাকার যোগাযোগ দুর্বিষহ সেই সমস্ত বিচ্ছিন্ন এলাকায় মানবিক মুখ দেখা গেল পুলিশ কর্মীদের, দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী ব্লকের গোপালগঞ্জ অঞ্চলের বনঘেরী এমনই জায়গায়। কুলতলী থানার আধিকারিকরা সেখানে গিয়ে সম্পর্ক স্থাপন করছেন। এমনই কুলতলীর গোপালগঞ্জ অঞ্চলেরই বনঘেরী সহ একাধিক এলাকায়। এখানে এলাকাবাসীরা তাদের সমস্যা গুলি লিপিবদ্ধ করাচ্ছেন এবং কুলতলী থানার পুলিশ কর্মীরা সেগুলো নথিভূক্ত করছেন। পুলিশের এমনই মানবিক মুখ দেখতে পাওয়ায় এলাকাবাসী বেজায় খুশি।