|
---|
সেখ সামসুদ্দিন : ৩ জুলাই, মেমারি ১ ব্লকের বাসস্ট্যান্ড মোড়ে আদিবাসী সমাজের স্বাধীনতা সংগ্রামী প্রথম শহিদ তিলকা মাঝি মুরমু’র মূর্তি স্থাপন করা হয়। উদ্বোধন করেন মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, জেলা সহ সভাধিপতি দেবু টুডু, ভারত জাকাত মাঝি পারগানা মহলের রাজ্য সভাপতি বাদল কিস্কু। উপস্থিত ছিলেন এসটি সেলের সভাপতি কৃষ্ণ সরেন, আমাদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সাধনা হাজরা, আদিবাসী সমাজের বিভিন্ন মাঝি বাবা, পারগানা বাবা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে আসেন জেলা সভাধিপতি শম্পা ধারা। এদিন হাজার অধিক আদিবাসী মানুষের উপস্থিতিতে তিলকা মাঝি মুরমু’র মূর্তি স্থাপন করা হয়।