বিভিন্ন কেকের দোকানে ব্যবহৃত হচ্ছিল প্লাস্টিক, অভিযোগে অভিযান শিলিগুড়ি পুরো নিগমের

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন কেকের দোকানে ব্যবহৃত হচ্ছিল প্লাস্টিক, অভিযোগে অভিযান শিলিগুড়ি পুরো নিগমেরশিলিগুড়ি কে প্লাস্টিক মুক্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে শিলিগুড়ি পুরো নিগম। বারে বারে অভিযোগ উঠছিল শহর শিলিগুড়ির বিভিন্ন কেকের দোকানগুলিতে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখতে শিলিগুড়ি পুরো নিগমের আধিকারিকরা অভিযান চালান বিভিন্ন কেকের দোকানগুলিতে। অভিযান চালিয়ে তারা দেখতে পান অভিযোগ সম্পূর্ণ সত্য। কেকের দোকানগুলিতে যথেচ্ছ পরিমাণে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ প্লাস্টিক। প্রচুর পরিমাণে প্লাস্টিকের চামচ, নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ, বাজেয়াপ্ত করা হয়। চারটি কেকের দোকানকে নগদ ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।তার মধ্যে রয়েছে কেক প্রস্তুতকারী সংস্থা মিও মর। এছাড়া আরো কয়েকটি কয়েকটি কেকের দোকানকে নগদ ৫০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়।

    শিলিগুড়িতে প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার আটকাতে শিলিগুড়ি পুরো নিগমের আধিকারিকদের যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। সম্প্রতি অভিযোগ উঠছিল বিভিন্ন কেকের দোকান গুলি যে ব্যাগগুলি কাপড়ের ব্যাগ হিসাবে চালাচ্ছে, আদতে তার মধ্যে প্লাস্টিক মেশানো আছে। সমস্ত কেকের দোকানগুলিকে এই বিষয়ে হুঁশিয়ারি জানানো হয়েছে। এছাড়া শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি রঞ্জন সরকার নিজেও বিভিন্ন বাজারগুলিতে গিয়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার কথা জানিয়েছেন।