দশদিনের কর্মসূচি নিয়ে ভারতে আসলেন রিপাবলিক অফ জিনিয়ার প্রধানমন্ত্রী ডক্টর ইব্রাহিমা কাশুরি ফুফানা

মিজানুল কবির, নতুন দিল্লিঃ একগুচ্ছ কর্মসূচি নিয়ে ভারতে আসলেন রিপাবলিক অফ জিনিয়ার প্রধানমন্ত্রী ডক্টর ইব্রাহিমা কাশুরি ফুফানা। দশ দিনের কর্মসূচি নিয়ে তিনি বিদেশ সফরে এসেছেন বলে সুত্র মারফৎ জানা গেছে। সিআইএ এবং এক্সিম ব্যাংকের উদ্যোগে হতে চলা ১৪ তম ভারত-আফ্রিকা প্রজেক্ট পার্টনারশিপ আলোচনায় রবিবারে তিনি যোগদান করতে চলেছেন বলে জানা গেছে।এছাড়া তিনি এই গুপ্ত আলোচনার পরে রবিবার সন্ধ্যে নাগাদ শ্রী সুরেশ প্রভুর সাথে দেখা করতে চলেছেন মুম্বাই স্থিত হোটেল তাজ প্যালেসে।

    সোমবার নাগাদ তিনি রাস্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ এবং পরদিন উপ-রাস্ট্রপতি শ্রী ভেনকাইয়া নাইডুর সাথে সাক্ষাৎ করবেন বলে সুত্র মারফৎ জানা গেছে ।২১-২৪ ই মার্চ বিশাক্ষাপত্তনামে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ২৫ই মার্চ তিনি জিনিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা গেছে।