|
---|
আজ ছিল রাজ্যের চার জায়গার পৌর নির্বাচনের ফলাফল। রাজ্যের শাসক দল চার জায়গায় নিজেদের আধিপত্য বিস্তার করতে পেরেছে। আসানসোল, বিধান নগর, চন্দননগর, শিলিগুড়িতে তৃণমূলের জয় জয়কার।উল্লেখযোগ্য হলো শিলিগুড়ি। বাম দুর্গ ভেঙে দিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। মোট 37 টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। শিলিগুড়ির মেয়র হচ্ছেন গৌতম দেব। প্রাক্তন মেয়ের অশোক ভট্টাচার্য এর পরাজয় ঘটেছে। হেরেছেন বিজেপির বিধায়ক শংকর ঘোষ।আসানসোল , চন্দননগর, বিধান নগরে ধরাশায়ী রাজ্যের বিরোধীদল। এই এলাকাগুলিতে নিজেদের আধিপত্য বহাল রেখেছে তৃণমূল ।