মুরারইয়ে পথ দুর্ঘটনা, উদ্ধার কার্যে যুক্ত যুবকের গায়ে হাত

মহম্মদ রিপন,নতুনগতি, বীরভূম:

    – বীরভূমের পথ দুর্ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। শনিবার সকালে পাথর বোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল হিয়াতনগর কাশিমনগর মোরে। দুর্ঘটনার শিকার ১৬ বছরীয় গোলাপসা খাতুন। প্রতিদিনের মতো বাড়ি ফেরা হলনা গোলাপসার। খবর পাওয়া মাত্রই ছুটে আসেন স্থানীয় মানুষরা ঘটনাস্থলে। ইতিমধ্যেই খবর পেয়ে ছুটে আসেন পুলিশ প্রশাসন ও এলাকার সমাজসেবী যুবক মফিজুল হক। ততক্ষনে স্থানীয় মানুষরা ঘাতক গাড়িটি ও ড্রাইভারের উপর চড়াও হয়। পুলিশ ও প্রশাসন ও মফিজুল বাবুও পুলিশের সাথে এগিয়ে আসেন উত্তেজিত মানুষকে শান্ত করতে ও উদ্ধার কার্যে। স্থানীয় মানুষদের দাবি কাশিমনগরের কয়েকজন যুবক চেয়েছিলেন ড্রাইভারকে গনপেটাই দিতে কিন্তু মফি বাবু ও পুলিশ সবার বোঝাবার চেষ্টা করেন, আইন কারো হাতে তুলে নেবার অধিকার নেই ও কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না বলে। ঠিক সেই সময়ই ভিড়ের মাঝে থাকা ফজল সেখ ও তার ভাই হঠাৎ করে চড়াও হয় মফিজুল বাবুর উপর, পুলিশের সামনেই ফজল সেখের ছোট ভাই হাত তোলেন মফিজুল বাবুর উপর। স্থানীয় মানুষরা জানান ফজল ও তার ভাই অযথা মফিজুল বাবুর উপর হাত তোলে,উনি প্রথম থেকেই মানুষকে সচেতন করছে ও উদ্ধার কার্যে সাথে আছে। মফিজুল বাবুর উপর হাত তোলাতে দুর্ঘটনা স্থলে থাকা মানুষরাও প্রতিবাদ করতে চান কেন মফিজুল বাবুর উপর হাত তোলা হল। কিন্তু বড় মনের মানুষ সেগুলো কে গুরত্ব না দিয়েই কাশিমনগর উইনিয়ন বাহিনীকে ঢেকে পুলিশের কাছে লাশ উদ্ধারে সহায়তা করেন। দুর্ঘটনাটি এমন ভাবে ঘটে যে পাথর বোঝাই লরির নীচ থেকে লাশটা বের করতে বেশ সময় লাগে ও ক্রেনের সাহায্য নিতে হয়। কাশিমনগর গ্রামের বেশ কয়েকজনের যুবকের কথায় মফিজুল বাবুর উপর আঘাত হানা ঠিক হয়নি ফজল ও তার ছোট ভাইয়ের,তবে আমরা সব ভুলে আমরা আমাদের ছোট বোনটির জন্য আল্লাহর কাছে দোয়া করছি যাতে উনি জান্নাতবাসী হোন। এদিকে মফিবাবুর উপর হাত তোলাতে ওই দুই ভাইয়ে ধিক্কার জানিয়েছে মুরারইবাসী ও এলাকার শান্তিকামী মানুষ।