|
---|
মালদা ২৭ জুন: সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি মেনে অবশেষে উদ্বোধন হলো বাঙ্গীটোলা থেকে নসরৎটোলা পর্যন্ত একটি রাস্তার ।।মালদা জেলা পরিষদের অধীনে সাড়ে সাত কিলোমিটার এই রাস্তা তৈরি করতে ৯ কোটি ৫০ লক্ষ টাকা মঞ্জুর হয়।এই রাস্তার উদ্বোধন করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য স্থানীয় জেলা পরিষদ সদস্য দ্বিজেন্দ্র নাথ মন্ডল আসাদুল বিশ্বাস বিশ্বাস ব্লক সভাপতি টিংকু রহমান বিশ্বাস এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য তৌহিদুর রহমান ও পঞ্চায়েত সমিতির সদস্য মিঠুন চন্দ্র মন্ডল ।বাঙ্গীটোলাতে অঞ্চলের দলনেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য তৌহিদুর রহমান জানান জেলা পরিষদের উদ্যোগে এই রাস্তাটি তৈরি হওয়ার ফলে এলাকার আট ১০ টি গ্রামে প্রায় কয়েক হাজার মানুষের বিশেষ উপকার হবে। আমরা দীর্ঘদিন থেকেই এই রাস্তা জন্য দাবী করে আসছিলাম।
প্রসঙ্গত উল্লেখ্য যে গ্রাম রাস্তা হওয়ার জন্য বিশেষ উপ
কার পাবে সেগুলি হল নুসরাতটোলা জাহানটৌলা পিয়ারপুর ওলিতলা সহ একাধিক গ্রাম ।