রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বড়সড় ধাক্কা খেল ভারতীয় অর্থনীতি

নতুন গতি নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড়সড় ধাক্কা খেল আন্তর্জাতিক অর্থনীতি। অপরিশোধিত তেলের দাম হল আকাশ ছোঁয়া। গত ১৪ বছরের রেকর্ড ভেঙেছে বলে খবর। পতন অব্যাহত শেয়ার বাজারেও। তাই চিন্তায় লগ্নিকারীরা।

    সোমবার বাজার খুলতেই প্রায় ১৫০০ পয়েন্ট পড়ে যায় ভারতীয় শেয়ার বাজারের সূচক সেনসেক্স। এশিয়ান পেন্টস, মারুতি, অ্যাক্সিস ব্যাঙ্ক, টাইটান, উইপ্রো, বাজাজ ট্যুইনস, কোটাক ব্যাঙ্ক, এইচইউএল, এমঅ্যান্ডএম, টেক এম, ইনফোসিস, এইচডিএফসি ব্যাংকের শেয়ারে সবচেয়ে বেশি লোকসানে চলছে।

    ধাক্কা খেয়েছে ভারতীয় মুদ্রাও। ডলার বিনিময়ে ভারতীয় মুদ্রার দাম দাঁড়িয়েছে ৭৬ টাকা ৯২ পয়সা। যা সাম্প্রতিক অতীতে ইতিহাসে সবচেয়ে কম। বেড়েছে সোনার দামও। এক আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ডলার, যা ২০২০ সালের পর সর্বোচ্চ।